রোববার (৩ সেপ্টেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে ইউএনএফপিএর এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইআরডির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন ইআরডি সচিব শরিফা খান ও ইউএনএফপিএর পক্ষে সংস্থাটির কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ ক্রিস্টাইল ব্লোখাস স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন ইআরডির ইউএন উইংয়ের প্রধান একেএম সোহেল।
ইআরডি জানায়, এ প্রকল্পটি বাস্তবায়িত হলে ডাটার কোয়ালিটি, বিশ্বাসযোগ্যতা নিশ্চিত হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাংলাদেশ জিআইএস প্ল্যাটফর্ম (বিজিআইএসপি) শীর্ষক এ প্রকল্পে ইউএনএফপিএর অনুদান থাকবে ১০ কোটি ৯০ লাখ টাকা। আর সরকারের অর্থায়ন থাকবে ১ কোটি ২৭ লাখ টাকা। প্রকল্পে মোট ব্যয় হবে ১২ কোটি ১৮ লাখ টাকা।
অর্থসংবাদ/এমআই