বিবিএসকে ১১ কোটি টাকা অনুদান দেবে জাতিসংঘ

বিবিএসকে ১১ কোটি টাকা অনুদান দেবে জাতিসংঘ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে জেন্ডার ও ভাইটাল স্ট্যাটিটিসটিকসের আঞ্চলিক তথ্য নিশ্চিত করা হবে। এর মাধ্যমে বিবিএসের আর্থিক ও প্রযুক্তিগত তথ্য আরও শক্তিশালী হবে। এতে ১০ কোটি ৯০ লাখ টাকা অনুদান দেবে ইউনাইটেড নেশন্স পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ)।

রোববার (৩ সেপ্টেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে ইউএনএফপিএর এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইআরডির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন ইআরডি সচিব শরিফা খান ও ইউএনএফপিএর পক্ষে সংস্থাটির কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ ক্রিস্টাইল ব্লোখাস স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন ইআরডির ইউএন উইংয়ের প্রধান একেএম সোহেল।

ইআরডি জানায়, এ প্রকল্পটি বাস্তবায়িত হলে ডাটার কোয়ালিটি, বিশ্বাসযোগ্যতা নিশ্চিত হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাংলাদেশ জিআইএস প্ল্যাটফর্ম (বিজিআইএসপি) শীর্ষক এ প্রকল্পে ইউএনএফপিএর অনুদান থাকবে ১০ কোটি ৯০ লাখ টাকা। আর সরকারের অর্থায়ন থাকবে ১ কোটি ২৭ লাখ টাকা। প্রকল্পে মোট ব্যয় হবে ১২ কোটি ১৮ লাখ টাকা।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা