এক্সপ্রেসওয়েতে চলবে না বিআরটিসি বাস

এক্সপ্রেসওয়েতে চলবে না বিআরটিসি বাস
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ৭৯টি বাস চলার কথা ছিলো। কিন্তু এখনই এই বাস চলা শুরু করবে না বলে জানিয়েছেন বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে বিআরটিসি চেয়ারম্যান গণমাধ্যমকে এ তথ্য জানান। তবে বিকেল তিনি জানিয়েছিলেন, সোমবার থেকে বাসগুলো চলবে।

বিআরটিসি চেয়ারম্যান বলেন, আমরা এখনই চালু করছি না। এক্সপ্রেসওয়ের র‍্যাম্পগুলো পরিদর্শন করে সিদ্ধান্ত নেব কবে থেকে চালু করা যায়।

আর বিকেলে তিনি গণমাধ্যমকে বলেছিলেন, সাধারণ যাত্রীদের সুবিধার্থে আগামীকাল (সোমবার) থেকে বাসগুলো চলাচল করবে। যাত্রীরা যাতে কম সময়ে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআরটিসি চেয়ারম্যান জানান, গাজীপুর থেকে বিমানবন্দর হয়ে উড়ালসড়ক দিয়ে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলবে এসব বাস। ভাড়াও নেওয়া হবে বর্তমান তালিকা অনুযায়ী। যাত্রী বাড়লে ভবিষ্যতে এসি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন। রোববার ভোর ৬টা থেকে তা উন্মুক্ত করে দেওয়া হয়।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা