মন্ত্রী বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প আগামী ১০ অক্টোবর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী তারিখ দিয়েছেন। এর আগে আগামী ৭ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে একটি ট্রেন চালাবো।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৭০ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ তৈরি করছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত অংশটি চালু করা হচ্ছে।
প্রকল্প কার্যালয়ের তথ্য বলছে, গত জুলাই মাস পর্যন্ত ঢাকা-মাওয়া অংশের নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে ৭৯ শতাংশ। একইভাবে মাওয়া-ভাঙ্গা অংশের ৯৬ শতাংশ ও ভাঙ্গা-যশোর অংশের নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে ৭৬ শতাংশ। জুলাই পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৮১ শতাংশ।
অর্থসংবাদ/এমআই