শিলা সংবাদ মাধ্যমে আরও বলেন, আমি আমার মতো চলি। পরী চলে পরীর মতো। যদিও মুশফিকুর রহমান গুলজার ভাইয়ের সিনেমায় আমি আর পরী যমজ বোনের চরিত্রে অভিনয় করেছিলাম।
বাস্তবে আমার সঙ্গে পরীর লাইফস্টাইলের কোনো মিল নেই। তারপরেও অনেকে কেন আমাকে ‘সেকেন্ড’ পরীমণি বলে আমি জানি না। তবে আমি ‘সেকেন্ড’ পরীমণি না হলেও পরীর ভালো বান্ধবী। এমনটাও সংবাদ মাধ্যমে জানান শিলা।
ঢাকাই সিনেমায় ‘হিটম্যান’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন শিলা। এরপর রুপালি পর্দায় তাকে সিনেমার পার্শ্বচরিত্র এমন কি আইটেম গানেও পারফর্ম করতে দেখা গেছে। শিলার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বীরাঙ্গনা ৭১’, ‘শেষ বাজি’, ‘মিয়া বিবি রাজি’, ‘ক্ষণিকের ভালোবাসা’ সহ বেশ কিছু সিনেমা।