বুধবার (৬ সেপ্টেম্বর) প্রকল্প এলাকা পরিদর্শন ও সার কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের উদ্বোধন শেষে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, চলমান গ্যাসের সংকটের সমাধান শেষ করেই দেশের অন্যতম বৃহৎ এই সারকারখানার উদ্বোধন করা হবে। এটি উদ্বোধন হলে দেশের অভ্যন্তরের সারের ঘাটতি পূরণের পাশাপাশি স্বয়ংসম্পূর্ণ হবে। আগামী অক্টোবরের শেষদিকে সার কারখানাটি উদ্বোধনের কথা রয়েছে।
পরিদর্শনকালে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিকসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।