বিদেশী কর্মী বাড়াচ্ছে সিঙ্গাপুর

বিদেশী কর্মী বাড়াচ্ছে সিঙ্গাপুর

সিঙ্গাপুরে পর্যটকের সংখ্যা বাড়ছে। যার কারণে পরিষেবা খাতে উন্নয়নের জন্য দেশটি বিদেশী কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। নয়টি ক্ষেত্রে কর্মী নিয়োগ দেবে তারা। বাংলাদেশ, ভারত, মিয়ানমার, ফিলিপাইন, শ্রীলংকা ও থাইল্যান্ডের নাগরিকরা নয়টি পেশার একটিতে কাজ করার জন্য আবেদন করতে পারবে। খবর নিক্কেই এশিয়া।


গত মাসে এ পেশার তালিকায় হোটেলের কর্মী ও দারোয়ান যুক্ত হয়েছে। তালিকায় ভারতীয় রেস্তোরাঁর বাবুর্চি ও ধাতব শ্রমিকও রয়েছে। এর আগে সিঙ্গাপুর শুধু মালয়েশিয়া, চীন, হংকং, ম্যাকাও, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের বাসিন্দাদের কাজের অনুমোদন দিয়েছিল।


সিঙ্গাপুর হোটেল অ্যাসোসিয়েশনের মার্গারেট হেং এ সম্প্রসারণকে স্বাগত জানিয়েছেন। বিদেশী কর্মীদের সম্পর্কিত সরকারি নীতিগুলো সিঙ্গাপুরের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে। অর্ধদক্ষ কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ছাড়াও সিঙ্গাপুর বিদেশী পেশাদারদের জন্য এমপ্লয়মেন্ট পাস প্রোগ্রাম এবং দক্ষ কর্মীদের জন্য এস পাস দেয়।


দেশটি সেপ্টেম্বরে কর্মসংস্থান পাসের জন্য কমপ্লিমেন্টারিটি অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে, যা আবেদনকারীদের তাদের বেতন, শিক্ষার ইতিহাস ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো চাহিদার ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত দক্ষতাসহ অন্যান্য যোগ্যতার ভিত্তিতে স্কোর করে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না