টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।


সুপার ফোরের প্রথম ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার (৯ সেপ্টেম্বর) আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে একজনকে পরবির্তন করা হয়েছে। আফিফ হোসেনের বদলি হিসেবে দলে এসেছেন নাসুম আহমেদ।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কলম্বোতে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ। সেক্ষেত্রে খেলা হতে পারে কার্টেল ওভারে। সেই বিষয়টা চিন্তা করেই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে টসের সময় জানিয়েছেন সাকিব।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ শুরুর দুই ঘণ্টা পর থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয় শঙ্কার বিষয় হলো, বৃষ্টি শুরু হওয়ার পর আর থামার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে পূর্বাভাসে। এতে আরও বলা হয়েছে, শনিবারের এই বৃষ্টি চলবে আগামী কয়েক দিন পর্যন্ত।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিন বৃষ্টির পাশাপাশি ঝড় হওয়ারও সম্ভাবনা আছে কলম্বোয়। সন্ধ্যার পর সেই ঝড় ও বৃষ্টি শুরু হওয়ার শঙ্কা রয়েছে। সুপার ফোরে ভারত-পাকিস্তানের ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকলেও এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে থাকছে না।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ:
মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে