সূত্র মতে, রবিবার (১০ সেপ্টেম্বর) ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। আজ কোম্পানিটির ১ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৭১০টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৫৬ কোটি ২৫ লাখ ৪৯ হাজার টাকা। লেনদেনের শীর্ষস্থানে উঠে আসলেও আজ কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ৯০ পয়সা কমেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের আজ ২৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তৃতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের হাতবদল হয়েছে ১৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।
চতুর্থ স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের আজ ১৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রবিবার কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৪ টাকা ২০ পয়সা।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের এদিন ১৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। রূপালী ইন্স্যুরেন্সের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ছিল ১৩ কোটি ৯২ লাখ টাকা।
এছাড়াও ইস্টার্ন হাউজিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও ইয়াকিন পলিমার ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে। তবে এই চার কোম্পানির শেয়ারদরও আজ কমেছে।