সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টির শেয়ারদর বেড়েছে। এদিন ডিএসইর গেইনার তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৮টি কোম্পানিই বিমা খাতের। এর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে রুপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১০ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। আর ৫ দশমিক ৬৭ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে-চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড।
অর্থসংবাদ/এসএম