কানাডিয়ান ডলারে বেড়েছে বিনিময় হার

কানাডিয়ান ডলারে বেড়েছে বিনিময় হার
মার্কিন ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে কানাডিয়ান ডলার। মূলত প্রত্যাশিত চাকরির তথ্য ব্যাংক অব কানাডার (বিওসি) সুদহার বাড়ানোর সম্ভাবনাকে বাঁচিয়ে রেখেছে। খবর রয়টার্স।

প্রতি কানাডিয়ান মুদ্রা ১ দশমিক ৩৬০৯ থেকে ১ দশমিক ৩৬৮৯ রেঞ্জে যাওয়ার পর লুনি দশমিক ৪ শতাংশ বেড়ে গ্রিনব্যাকের (ডলার) বিপরীতে ১ দশমিক ৩৬২৫ দরে বিনিময় হয়েছে। অর্থাৎ ৭৩ দশমিক ৩৯ সেন্টে ১ লুনি বিক্রি হয়েছে। পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন ১ দশমিক ৩৬৯৪ হারে বিনিময় হওয়ার একদিন পরে সাপ্তাহিক লেনদেন দশমিক ২ শতাংশ কম ছিল।

আগস্টে বেকারত্বের হার ৫ দশমিক ৫ শতাংশ ও ১৫ হাজার চাকরির পূর্বাভাসের চেয়ে দ্বিগুণেরও বেশি কর্মসংস্থান হয়েছে। দেশটিতে আগস্টে ৩৯ হাজার ৯০০ জনের কর্মসংস্থান হয়েছে। উচ্চ সুদের হার সত্ত্বেও এ খবর দেশটির অর্থনীতির জন্য ইতিবাচক।

অর্থ বাজারগুলোর প্রত্যাশা অনুযায়ী, বছরের শেষ দিকে কেন্দ্রীয় ব্যাংকের ফের সুদহার বাড়ানোর ৩৬ শতাংশ সম্ভাবনা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ শতাংশে। জুন ও জুলাইয়ে সুদহার বাড়িয়ে ২২ বছরের সর্বোচ্চ ৫ শতাংশ করেছিল বিওসি। গত বুধবারের বৈঠকে ওই হার অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় ব্যাংকটি। তবে অগ্রগতি হিসেবে বিওসি বলছে, সুদহার বাড়তে থাকায় অর্থনৈতিক মন্থরতা এসেছে, যা মূল্যস্ফীতি কমাতে ইতিবাচক ভূমিকা রাখছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া