আজ রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মোংলা বন্দরের হারবাড়িয়ায় জাহাজটি নোঙর করে।
ইতোমধ্যে জাহাজের কয়লা খালাস শুরু হয়েছে। এর আগে ১৫ আগস্ট ইন্দোনেশিয়া থেকে বন্দর থেকে ৫৩ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে আসে জাহাজটি। পরে চট্টগ্রাম বন্দরে ২৪ হাজার মেট্রিক টন কয়লা খালাস করে। অবশিষ্ট ২৯ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা আসে জাহাজটি।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্টে এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সকালে নোঙর করা জাহাজ থেকে কয়লা খালাস শুরু হয়েছে। খালাস শেষে লাইটার জাহাজে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হবে।
অর্থসংবাদ/এমআই