অ্যাপলের বাজার মূল্য কমেছে ১৯ হাজার কোটি ডলার

অ্যাপলের বাজার মূল্য কমেছে ১৯ হাজার কোটি ডলার

সম্প্রতি চীন দেশের সরকার সমর্থিত সংস্থা ও রাষ্ট্রীয় সংস্থাগুলোয় আইফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরো প্রসারিত করার পরিকল্পনা করেছে। যার পর পরই অ্যাপলের শেয়ারমূল্য ৩ শতাংশ কমেছে। মাত্র দুদিনের মধ্যে এর বাজারমূল্য প্রায় ১৯ হাজার কোটি ডলার কমেছে।


ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক কোম্পানিটির শেয়ার ৬ দশমিক ৪ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রের প্রধান ইকুইটি সূচকে অ্যাপল সবচেয়ে বড় কোম্পানি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন তার রিয়েল এস্টেট বাজারে দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে রয়েছে। যে কারণে পণ্য থেকে ভোক্তা ইলেকট্রনিকস, সবকিছুর চাহিদা হুমকির মুখে রয়েছে। চীনে সরকারি সংস্থার কর্মকর্তাদের বলা হয়েছে, অফিসে আইফোন আনা যাবে না বা কাজে ব্যবহার করা যাবে না।


অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং সরকার সমর্থিত সংস্থা ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর সংবেদনশীল বিভাগে আইফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রসারিত করার পরিকল্পনা করেছে। যার কারণে এটি অ্যাপলের জন্য তার বৃহত্তম বিদেশী বাজার ও বিশ্বব্যাপী উৎপাদনের ভিত্তিতে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ।


বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিরা জানান, বেইজিং এ নিষেধাজ্ঞাকে আরো বিস্তৃতভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগ ও অন্যান্য সরকার নিয়ন্ত্রিত সংস্থায়ও প্রসারিত করতে চায়।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না