চীনে কমেছে পণ্য মূল্য, বাড়বে চাহিদা

চীনে কমেছে পণ্য মূল্য, বাড়বে চাহিদা
চীনে কারখানায় উৎপাদিত পণ্যের দাম কমায় আগস্টে ভোক্তামূল্য ইতিবাচক ধারায় ফিরেছে। সম্প্রতি সরকারিভাবে প্রাপ্ত তথ্যে দেখা যায়, এশিয়ার বৃহত্তম অর্থনীতিতে স্থিতিশীলতার লক্ষণ দেখা যাচ্ছে, যার মধ্যে মূল্য সংকোচনের (ডিফ্লেশন) খবর অন্যতম। খবর রয়টার্স।

বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে ভোক্তা চাহিদা বাড়াতে হলে আরো বেশকিছু পদক্ষেপ নেয়া প্রয়োজন। বিশেষ করে এখনো শ্রমবাজার পুনরুদ্ধারে মন্থরতা ও পরিবারের আয়ের গতি অনিশ্চিত। এ অবস্থা বহাল থাকলে ভোক্তাদের ক্রয়ক্ষমতা ও ক্রয়ের মানসিকতা সহসাই বাড়বে না।

ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস বলেছে, ভোক্তা মূল্য সূচক (সিপিআই) গত বছরের আগস্টের তুলনায় চলতি বছরের একই মাসে দশমিক ১ শতাংশ বেড়েছে। তবে রয়টার্সের জরিপে দশমিক ২ শতাংশ মাঝারি ধরনের প্রবৃদ্ধি প্রত্যাশা থেকে অর্জন কম হয়েছে। আগের মাসে অর্থাৎ জুলাইয়ে সিপিআই দশমিক ৩ শতাংশ কমেছে। তবে খাদ্য ও জ্বালানির দাম বাদে মূল মূল্যস্ফীতি আগস্টে দশমিক ৮ শতাংশে অপরিবর্তিত ছিল।

প্রত্যাশা অনুযায়ী জুলাইয়ে ৪ দশমিক ৪ শতাংশ কমে যাওয়ার পরে প্রডিউসার মূল্য সূচক (পিপিআই) গত বছরের তুলনায় ৩ শতাংশ কমেছে। ফ্যাক্টরি প্রাইস পাঁচ মাসের মধ্যে সবচেয়ে কম ছিল।

গুওতাই জুনান ইন্টারন্যাশনালের প্রধান অর্থনীতিবিদ ঝো হাও বলেছেন, ‘মূল্যস্ফীতি পরিস্থিতি কিছুটা কমেছে। এরই মধ্যে পিপিআই সংকুচিত হচ্ছে বলে মনে হচ্ছে, যা মন্থর ও মাঝারি মানের পুনরুদ্ধার প্রক্রিয়ার দিকে ইঙ্গিত দিচ্ছে। সাধারণভাবে মূল্যস্ফীতির ফলে এখনো চাহিদা কম রয়েছে এবং চাহিদা বাড়াতে ও মূল্যস্ফীতি কমাতে আগামীতে আরো সহায়ক নীতি প্রয়োজন।’

ব্যুরো অব স্ট্যাটিস্টিকস বলছে, খাদ্যের দাম চলতি বছরে ১ দশমিক ৭ শতাংশ কমেছে। একই সময়ে পর্যটনের সঙ্গে যুক্ত ক্রমবর্ধমান খরচের কারণে খাদ্যবহির্ভূত ব্যয় বেড়েছে দশমিক ৫ শতাংশ।

একদিকে সাম্প্রতিক বন্যার ফলে চীনের উত্তরাঞ্চলীয় প্রধান শস্য উৎপাদনকারী এলাকায় ভুট্টা ও ধানের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটিতে খাদ্য মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ববাজারেও খাদ্য সরবরাহ সংকট থাকায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে ভোক্তারা।

হুয়াজিন সিকিউরিটিজের অর্থনীতিবিদ লুও ইউনফেং বলেছেন, ‘‌সিপিআই ও পিপিআই উভয়ই চতুর্থ প্রান্তিকে কিছুটা উন্নীত হবে।’

পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, আগের মাসের তুলনায় সিপিআই বেড়েছে দশমিক ৩ শতাংশ, যা জুলাইয়ের দশমিক ২ শতাংশ থেকে বেশি। শূকরের মাংসের দাম মাসওয়ারি ১১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। তবে কিছু এলাকায় চরম আবহাওয়ার কারণে জুলাইয়ে কোনো পরিবর্তন হয়নি। কিছু শিল্পপণ্যের চাহিদা বাড়ায় ও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় আগস্টে ফ্যাক্টরি গেট মূল্যে কিছুটা পরিবর্তন এসেছে।

২০২১ সালের আগস্টে জাপানের সর্বশেষ হেডলাইন সিপিআই কমার পর গত জুলাই পর্যন্ত বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর (জি২০) মধ্যে চীনই একমাত্র দেশ, যাদের ভোক্তামূল্য বছরের পর বছর ধরে পতন ঘটছে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সম্প্রতি বলেছেন, ‘‌আশা করছি ২০২৩ সালে চীন তার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রায় ৫ শতাংশ অর্জন করবে।’ তবে কিছু বিশ্লেষক বিশ্বাস করেন, সম্পত্তির অবনতি, দুর্বল ভোক্তা ব্যয় ও ঋণ বাড়ার কারণে লক্ষ্যপূরণ কঠিন হবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া