মরক্কোর ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ১২২

মরক্কোর ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ১২২

মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২১২২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যাও বেড়েছে, দাঁড়িয়েছে দুই হাজার ৪২১ জনে। তবে এখনো অনেক প্রান্তিক এলাকায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারী ও সহায়তা প্রদানকারীরা। রাষ্ট্রীয়ভাবে মৃত্যু এবং আহতদের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।


এদিকে গ্রামবাসীরা কোনো রকম আধুনিক সরঞ্জাম না পেয়ে হাত ও নিজস্ব কিছু উপকরণ দিয়ে প্রিয় ও পরিচিত জনদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন।


উদ্ধারকাজে গতি আনতে আরও লোকবল ও উদ্ধার উপকরণ দরকার মরক্কোর। এছাড়া মরদেহের কবর দেয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও পাওয়া যাচ্ছে না অনেক এলাকায়।


গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন, ভূমিকম্প তাদের সব শেষ করে দিয়ে গেছে। অনেকেই না খেয়ে আছেন। শিশুরা পানির জন্য হাহাকার করছে।


গত শুক্রবার রাতে ভূমিকম্প আঘাত হানার পর মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেন। তিনি বেঁচে যাওয়া মানুষের জন্য আশ্রয়, খাবার এবং অন্যান্য সাহায্যের নির্দেশ দিয়েছেন।


ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাকেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া