মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সংঘবিধির অনুচ্ছেদ-৬ (ই) এবং অনুচ্ছেদ-৫২ তে প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও বিএসইসির সাবেক চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনকে পিকেএসএফের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।