জেসিআই ঢাকা ওয়েস্টের এমএসএমই ডে উদযাপন

জেসিআই ঢাকা ওয়েস্টের এমএসএমই ডে উদযাপন

জেসিআই ঢাকা ওয়েস্ট, আলিবাবা ডট কম ও ত্রিদেশি ডট নেটের যৌথ আয়োজনে, আয়োজিত হয়ে গেলো এমএসএমই ডে। মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (এমএসএমই) আনুষঙ্গিক ইউনিট হিসাবে শিল্পকে সমর্থন করে, যার ফলে দেশের সামগ্রিক শিল্প উন্নয়নে ব্যাপক অবদান রাখে।


রাজধানীর মিরপুরের ইম্প্যাক্ট হাবে এটি অনুষ্ঠিত হয়। আয়োজনে উপস্থিত সকলের জন্য এ সেক্টর কিভাবে কাজ করে এবং নিজেদের কিভাবে ভূমিকা রাখা সম্ভব সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


বিভিন্ন সরকারী ও বেসরকারী উদ্যোগের মাধ্যমে সময়ের সাথে সাথে বাংলাদেশে এসএমই সেক্টরের একটি উল্লেখযোগ্য রূপান্তর ঘটেছে। অনুমান করা হয় যে ৭ দশমিক ৫ মিলিয়ন এমএসএমই (কুটির সহ) অর্থনৈতিক উদ্যোগের একটি উল্লেখযোগ্য উপাদান গঠন করে যা বাংলাদেশের সমস্ত উদ্যোগের ৯৭ শতাংশের বেশি।



এমএসএমই ডে আয়োজনে মূল বক্তা ছিলেন ত্রিদেশি ডট নেটের চেয়ারম্যান রাজিব হোসেন। বিশেষ বক্তা ছিলেন আলিবাবা ডট কমের চ্যানেল ম্যানেজার ড্যানিয়েল চউ এবং জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট মো. আলতামিশ নাবিল। এছাড়াও আয়োজনে মূল আয়োজক হিসেবে ভূমিকা পালন করেন জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট মো. মাহমুদুর রহমান।


জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ৩০টির বেশি আঞ্চলিক শাখা কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বড় এবং পুরোনো।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি