আজ (২২ জানুয়ারি) এই আদেশ দিয়েছেন।
প্লাস্টিকে মোড়ানো পোস্টার পরিবেশ দূষণ করার বিষয়টি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের পর এর পরিপ্রেক্ষিতে বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই স্বপ্রণোদিত (সুয়ো মোটো) আদেশ দিয়েছেন।
যেসব প্লাস্টিকে মোড়ানো পোস্টার ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা হয়েছে সেগুলো যথাযথভাবে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, উচ্চ আদালত সারাদেশে কেনো প্লাস্টিকে মোড়ানো পোস্টার তৈরি ও ব্যবহার কেনো নিষিদ্ধ করা হবে না, তা আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দিয়েছেন।