রপ্তানি বাণিজ্যে পাটেরও ভূমিকা আছে

রপ্তানি বাণিজ্যে পাটেরও ভূমিকা আছে
পাট খাত দেশে নারী ক্ষমতায়ন ও গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি রপ্তানি বাণিজ্যেও ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কোর দি জুট ওয়ার্কসের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের নারীরা এখন আর ঘরে অলস বসে নেই। নারীরা এখন ঘরে বাইরে কাজ করে যাচ্ছেন। কোর-দি-জুট নারীদের উন্নয়নে যে অগ্রগামী ভূমিকা রাখছে সেটা অবিস্মরণীয়। নারীরা এখন সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নারীদের উদ্যোগে অনেক প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। আমাদের নারী উদ্যোক্তাদের উৎপাদিত বহুমুখি পাটপণ্য বিভিন্ন দেশে রফতানি হচ্ছে এটা আমাদের জন্য আনন্দের।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট খাত উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। তিনি পাটপণ্যকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে পরিবেশবান্ধব পাট খাত অসামান্য অবদান রেখে চলছে। এবার স্মার্ট পাট খাত গড়তে বহুমুখী পাটপণ্যের উৎপাদনকারিদের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে।

তিনি, কোর-দি জুট ওয়ার্কস কারিতাস বাংলাদেশ-এর একটি ট্রাস্ট হিসেবে স্বাধীনতার পর ১৯৭৩ খ্রিস্টাব্দ থেকে দেশ ও জাতির উন্নয়নে বেসরকারি কল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত, স্বামীহারা, সামাজিকভাবে নিগৃহীত, দরিদ্র এবং পিছিয়ে-পড়া অসংখ্য নারীদের অসহায় হাতকে কর্মের হাতে রূপান্তরিত করার মধ্য দিয়ে একটি টেকসই উন্নয়ন করা সম্ভব হয়েছে এ ট্রাস্টের মাধ্যমে।

জানা যায়, সংস্থাটি এই উদ্যোগে বিগত ৫০ বছরে প্রান্তিক নারীদের কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টিতে ও তাদের ভাগ্যোন্নয়নে সোনালী আঁশ ‘পাট’-কে চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। পাটজাত হস্তশিল্প উৎপাদন করে বিশ্ববাজারে রপ্তানি করার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের এ উদ্যোগ দেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর প্রেসিডেন্ট আর্চ বিশপ বিজয় এন ডি ক্রুজ, ঢাকা মহাধর্মাপ্রদেশের অবসরপ্রাপ্ত আর্চ বিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, কারিতাস বাংলাদেশের প্রেসিডেন্ট বিশপ জেমস রমেন বৈরাগী, ইপিবির মহাপরিচালক মাহবুবুর রহমান, কোর দি জুট ওয়ার্কসের আজীবন সদস্য সিস্টার মেরি লিলিয়ান প্রমুখ।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ