যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির প্রবৃদ্ধি অর্ধেক কমেছে

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির প্রবৃদ্ধি অর্ধেক কমেছে
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি কমে অর্ধেকে নেমেছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে যেখানে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৩১ শতাংশ, সেখানে আগস্টে সেটি কমে হয়েছে ২ দশমিক ৯৫ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান ও বিজিএমইএর তথ্যে এ চিত্র উঠে আসে।

ইপিবির তথ্য অনুসারে, জুলাই মাসে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ৬ দশমিক ৩১ শতাংশ বেড়ে ৭২ কোটি ৯০ লাখ ডলার হয়েছিল, যা ২০২২-২৩ সালের জুলাই মাসে ছিল ৬৮ কোটি ৫৭ লাখ ডলার।

অন্যদিকে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ের জন্য প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট মাসে পূর্ববর্তী অর্থবছরের (২০২২-২৩) একই সময়ের তুলনায় বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৯৫ শতাংশ। এ সময় দেশটিতে পোশাক রপ্তানি হয়েছে ১৪৬ কোটি ডলারের।

এদিকে একই সময় ইইউ বাজারে পোশাক রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৮১ শতাংশ বেড়ে ৩৪৪ কোটি ডলার থেকে ৩৮৫ কোটি ডলার হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য জার্মানিতে রপ্তানি ৬ দশমিক ২৯ শতাংশ কমে ৯৯ কোটি ডলারে পৌঁছেছে।

স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ও পোল্যান্ডের মতো ইউরোপীয় ইউনিয়নের বড় বাজারগুলোতে রপ্তানি যথাক্রমে ২৬ দশমিক ৯৪ শতাংশ, ৮ দশমিক ৪৫ শতাংশ, ২৮ দশমিক ৭৩ শতাংশ, ১৮ দশমিক ৯৫ শতাংশ এবং ২৬ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে।

২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ের মধ্যে যুক্তরাজ্য ও কানাডায় রপ্তানি যথাক্রমে ৯৭ কোটি ৬৭ লাখ এবং ২৪ কোটি ৩৪ লাখ ডলারে পৌঁছেছে। উভয় বাজারে ১৯ দশমিক ১৪ শতাংশ এবং ৭ দশমিক ২২ শতাংশ হারে রপ্তানি বেড়েছে।

একই সময় অপ্রচলিত বাজারে আমাদের পোশাক রপ্তানিও ২১ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ১৪৭ কোটি ডলারে পৌঁছেছে।

প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় রপ্তানি যথাক্রমে ৩৩ দশমিক ৯৭ শতাংশ, ৪৯ দশমিক ৫২ শতাংশ এবং ১৯ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। তবে ভারতে পোশাক রপ্তানি কমেছে ৩ দশমিক ১৪ শতাংশ।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ