ব্যারেলে ৯৩ ডলার ছুঁয়েছে জ্বালানি তেলের দাম

ব্যারেলে ৯৩ ডলার ছুঁয়েছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অব্যাহত বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। চলতি বছরের মধ্যে গতকাল প্রথমবারের মতো দাম ব্যারেলপ্রতি ৯৩ ডলার স্পর্শ করেছে। পুরো বছর সরবরাহ সংকটের আশঙ্কা দাম বাড়ার পেছনে প্রধান কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।


ওপেক প্লাস লম্বা সময় ধরেই অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন কমাচ্ছে। সম্প্রতি জোটটি চলতি বছরের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের ঘাটতি প্রকট আকার ধারণ করতে পারে। এমনটা মনে করছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। চলতি ও আগামী বছর পণ্যটির চাহিদা অব্যাহত বাড়বে বলেও মনে করছে সংস্থাটি।


সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের প্রধান অর্থনীতিগুলো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বিষয়টি জ্বালানি তেলের বাজারকে মন্দার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তার ওপর যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী মজুদও দামে নিম্নমুখী চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু সৌদি আরব ও রাশিয়ার অব্যাহত উত্তোলন কমানোর কারণে এসব বিষয় ধোপে টিকছে না। উত্তোলন কমার কারণে ধারাবাহিকভাবে দাম বাড়ছে।


আইসিই ফিউচারসে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ১ ডলার ২০ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৯৩ ডলার ৮ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ ডলার ১৪ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৯ ডলার ৬৬ সেন্টে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া