ডিএসইর নতুন এমডি যোগ দিচ্ছেন আজ

ডিএসইর নতুন এমডি যোগ দিচ্ছেন আজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এটিএম তারিকুজ্জামান আজ নিজ পদে যোগ দিচ্ছেন। ডিমিউচুয়ালাইজেশনের পর তিনি হবেন এক্সচেঞ্জটির পঞ্চম এমডি। গত মাসে তার নিয়োগের বিষয়টি অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ৮ আগস্ট বিএসইসির কমিশন সভায় ডিএসইর নতুন এমডি নিয়োগের বিষয়টি অনুমোদন করা হয়।

তার নিয়োগের বিষয়ে ডিএসইর চেয়ারম্যানের কাছে পাঠানো বিএসইসির সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এক্সচেঞ্জটির পর্ষদের পাঠানো সুপারিশ বিবেচনায় নিয়ে কমিশন ড. এটিএম তারিকুজ্জামানকে এমডি হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে।

ড. এটিএম তারিকুজ্জামান ডিএসইতে যোগ দেয়ার আগে বিএসইসির নির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কমিশনের কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ডিএসইর এমডি হিসেবে তার নিয়োগের বিষয়টি অনুমোদনের পরে তিনি কমিশনের চাকরি থেকে অবসর নিয়েছেন।

গত ২৫ জুলাই ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার-২০২২’ অনুষ্ঠানে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে ‘শুদ্ধাচার পুরস্কার’ পেয়েছেন বিএসইসির সাবেক এই নির্বাহী পরিচালক। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছ থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

প্রসঙ্গত, ডিমিউচুয়ালাইজেশনের পর ডিএসইর দায়িত্বে থাকা এমডিরা হলেন প্রয়াত অধ্যাপক ড. স্বপন কুমার বালা, কেএএম মাজেদুর রহমান, কাজী ছানাউল হক ও মো. তারিক আমিন ভূঁইয়া।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত