নিউজিল্যান্ড সিরিজে যে কারণে নেই সাকিব-মুশফিক

নিউজিল্যান্ড সিরিজে যে কারণে নেই সাকিব-মুশফিক
এশিয়া কাপ শুরুর আগে ও মাঝপথে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে ছিটকে গেছেন। তাদের কাউকে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাচ্ছে না টাইগাররা। তবে তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ রয়েছে। যেখানে নতুন করে কারও চোট আরও বিপদে ফেলে দিতে পারে বাংলাদেশকে। সে বিষয়টি মাথায় রেখেই কিউইদের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

গতকাল (শনিবার) রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে নেতৃত্বে রাখা হয়েছে লিটন দাসকে। সাকিব আল হাসান ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। ওই তালিকায় আছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলামের মতো ক্রিকেটাররা।

সাকিব-মুশফিকরা সদ্য যাত্রা শেষ করা এশিয়া কাপেও দারুণ পারফর্ম করেছেন। এরপর তাদের নিউজিল্যান্ড সিরিজে না থাকা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সামনে ভারতে বিশ্বকাপ, সেটা মাথায় রেখেই খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বকাপ অনেক লম্বা টুর্নামেন্ট। সেখানে ক্রিকেটারদের মানসিক ও শারীরিক ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন: এশিয়া কাপে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে ভারত-শ্রীলঙ্কা

তিনি আরও বলেন, ‘এই নিউজিল্যান্ড সিরিজ বড় টুর্নামেন্টের আগে আমাদের কয়েকজন ক্রিকেটারকে যাচাই করে নেওয়ার সুযোগ দিচ্ছে। দলটা অভিজ্ঞতা আর তারুণ্যের মিশ্রণে সাজানো হয়েছে। খালেদ, জাকির ও রিশাদ এখন পর্যন্ত অনভিষিক্ত। জাকির আয়ারল্যান্ড সিরিজেই খেলত, তবে দুর্ভাগ্যবশত ইঞ্জুরিতে পড়েছিল। খালেদ লিস্ট 'এ' ক্যারিয়ারে ভালো করেছে। রিশাদ বোলিং আক্রমণে ভিন্ন মাত্রা যোগ করে।’

আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই দলের সিরিজটি অনুষ্ঠিত হবে। দিবারাত্রীর ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর ২টায়।

এর আগে বড় কিছুর প্রত্যাশা নিয়েই এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সুপার ফোর থেকে বিদায় নিতে হয়েছে। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ এক জয়ও এসেছে, তবে টাইগারদের দলগত পারফর্ম্যান্স মন ভরাতে পারেনি সমর্থকদের। ওপেনারদের ব্যর্থতা, সাত নাম্বারে একের পর এক পরীক্ষানিরীক্ষা বাংলাদেশকে কিছুটা ব্যাকফুটেই ঠেলে দিয়েছে।

এর মাঝেও অবশ্য কিছুটা আলো হয়ে ছিলেন মেহেদী হাসান মিরাজ। আফগানদের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। মেইক শিফট ওপেনার হয়ে দলকে ভাল শুরু এনে দেওয়ার চেষ্টাও করেছেন। আবার ভারতের বিপক্ষে ম্যাচে খেলেছেন মিডল অর্ডার ব্যাটার হিসেবে। দেশে ফেরার পর মিরাজের কাছে জানতে চাওয়া হলো তার এমন ভিন্ন ভিন্ন রোল প্রসঙ্গে।

আরও পড়ুন: এশিয়া কাপ থেকে ফিরে যা বললেন মিরাজ

শনিবার শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর গণমাধ্যমের মুখেমুখি হয়ে নিজের পারফরম্যান্স প্রসঙ্গে মিরাজ বলেন, ‘এবার এশিয়া কাপে আমাকে বিভিন্ন রোল দেওয়া হয়েছে। এটা মূলত দলের সমন্বয়ের জন্যই হয়েছে। আমাদের ওপেনাররা যদি শুরু থেকে সুস্থ থাকত, তাহলে কিন্তু আমি ওপেন করতাম না। যারা ওপেনার ছিল, তারাই করত। এক দিন খুব ভালো হয়েছে। পরে ভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। মাঝখানে খেলেছি, মুশফিক ভাই ছিলেন না। তবে বিশ্বকাপের আগে আশা করি, সবাই খুব দ্রুত সবকিছু পুষিয়ে ওঠার চেষ্টা করবে।’

পুরো টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি কী ছিল, এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেছেন, ‘অবশ্যই দুটি জয়। আফগানিস্তান ও ভারতের বিপক্ষে।’

এছাড়া নতুন ক্রিকেটারদের নিয়ে মিরাজ বলেন, ‘যেভাবে ক্রিকেট খেলেছে, তরুণেরা যেভাবে খেলেছে, যেমন সাকিব অভিষেকে ভালো করেছে, হৃদয় সাকিব ভাইয়ের সঙ্গে ভালো জুটি করেছে। এই ম্যাচে লোয়ার অর্ডার থেকেও রান এসেছে। এটা আমাদের দলের জন্য অনেক ইতিবাচক দিক।’

ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল


এদিকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গতকাল শনিবার রাতে ঢাকা এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অবশ্য এই প্রথম বহরে দলের সব খেলোয়াড় আসেননি। এই বহরে নিউজিল্যান্ড থেকে এসেছেন দলের একাংশ ক্রিকেটার। বাকি অংশ আজ রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকা পৌঁছাবে।

শনিবার রাত ১১টা নাগাদ ঢাকা পৌঁছে লকি ফার্গুসনের দল। এরপর রাত ১২টার কিছুক্ষণ আগে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে কিউইরা। তবে আসন্ন সিরিজে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারদের অধিকাংশই থাকছেন বিশ্রামে।

ভারত বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজেমেন্ট বেশ ভালোভাবেই দেখছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যে কারণে বিশ্বকাপ দলে থাকা অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রামে রেখেই বাংলাদেশ সিরিজের জন্য দল গঠন করেছে তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড


লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দল

লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে