জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ফাউন্ডার্সের আয়োজনে শুরু হল ক্যারিয়ার কানেক্ট এক্সপো ২০২৩। আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজনের প্রথম দিনে একই শিরোনাম শীর্ষক একটি ‘প্যানেল ডিস্কাশন’ এবং মুক্ত আলোচনা হয়।
আলোচনায় অংশ নেন দেশের সবচেয়ে বড় চাকুরির অনলাইন বাজার বিডিজবস ডট কমের সিইও এ কে এম ফাহিম মাশরুর, ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আবুল কাশীম মিয়া, জেসিআই বাংলাদেশের সভাপতি মো. জিয়াউল হক ভুইয়া।
সামগ্রিক আলোচনায় বক্তারা তরুন উদ্যোক্তাদের মানবসম্পদ সম্পর্কিত কিছু দিকনির্দেশনা দেন। আর দীর্ঘমেয়াদী সমস্যাগুলো সমাধানের জন্য সঠিক মানবসম্পদ নির্বাচন এবং প্রতিষ্ঠানে তাদের ধরে রাখার উপায় নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে জেসিআই বাংলাদেশের সহ-সভাপতি মুহাম্মাদ আলতামিশ নাবিল পার্সোনাল ব্রান্ডিং উপরে দিকনির্দেশনা মূলক একটি বক্তব্য রাখেন।
পুরো আলোচনাটি সঞ্চালনা করেন জেসিআই ঢাকা ফাউন্ডার্সের সভাপতি এম আসিফ রহমান। তিনি বলেন, আগামীকাল ১৮ সেপ্টেম্বর সারাদিন ৩০টি কোম্পানি প্রায় ৫০০ শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নিবে। এর পূর্বে আগ্রহীরা বিডিজবস ডট কম এবং ইজি ডট জবস থেকে চাকুরীর জন্য অনলাইন আবেদন করেন। এর পরে বিভিন্ন যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকে সরাসরি ইন্টারভিউর জন্য আমন্ত্রন জানানো হয়। জেসিআই ঢাকা ফাউন্ডার্স থেকে এমন একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।
‘ক্যারিয়ার কানেক্ট এক্সপো -২০২৩’ এর সহযোগী পার্টনার হিসেবে রয়েছে বিডিজবস ডট কম, ভেনু পার্টনার- ইউআইইউ বিশ্ববিদ্যালয়। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে- ক্যানভাস, বিজকোপ, ব্যাকস্পেস, অর্থসংবাদ, দ্য ঢাকা টাইমস, ইভেন্ট পার্টনার হিসেবে কাজ করেছে ইভেন্ট প্রতিষ্ঠান সার্কেল।
অর্থসংবাদ/এসএম