ডিআইইউর একটি সূত্র জানিয়েছে, দুবাইয়ে শাখা ক্যাম্পাস খোলার অনুমতি চেয়ে প্রায় তিন মাস আগে ইউজিসিতে আবেদন জানায় ড্যাফোডিল কর্তৃপক্ষ। তাতে ইউজিসির পক্ষ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়। কিন্তু দীর্ঘদিন পার হলেও বিশ্ববিদ্যালয়টিকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
অন্য একটি সূত্র অবশ্য জানিয়েছে, ইউজিসির সর্বশেষ মাসিক সভায় এ বিষয়ে অনুমোদন না দেয়ার সিদ্ধান্ত হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০-এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, অনুমোদন ও পরিচালনাসংক্রান্ত বিভিন্ন নির্দেশনা থাকলেও দেশের বাইরে শাখা পরিচালনা সম্পর্কে কিছু উল্লেখ নেই। সে কারণেই এ বিষয়ে কমিশনের মতামত কিংবা বিদেশে বিশ্ববিদ্যালয়ের শাখার অনুমোদন দেয়া হয়নি।
অর্থসংবাদ/এমআই