আইডিআরএ-চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত আরও ১৮টি কোম্পানি আবেদন করেনি। চলতি মাসেই আমরা তাদের সঙ্গে বৈঠক করবো।
মানুষের আস্থা ফেরাতে কোম্পানিগুলোকে বিমা দাবি নিষ্পত্তিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে আইডিআরএ-এর চেয়ারম্যান বলেন, ২০১৮ সালে জীবন বিমা ও সাধারণ বিমা কোম্পানিগুলো মোট ৬ হাজার ৬১১ কোটি টাকা বিমা দাবি পরিশোধ করেছে। ওই সময় নতুন করে ১ কোটি লোক বিমার আওতায় এসেছে। ফলে বর্তমানে প্রায় ২ কোটি লোক বিমার আওতায় রয়েছে।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের মধ্যে বিমার সচেতনতা বাড়াতে এবার মেলার আয়োজন করা হচ্ছে খুলনায়। আগামী ২৪ ও ২৫ জানুয়ারি দুই দিনব্যাপী মেলা খুলনার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, এবার মেলায় ৭৮টি বিমা কোম্পানি অংশগ্রহণ করবে। এছাড়া মেলায় বিমা খাত উন্নয়নে বিভিন্ন সভা সেমিনারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে।
আইডিআরএ’র চেয়ারম্যান জানান, মুজিব বর্ষ উপলক্ষে বছরব্যাপী গ্রাহক সেবায় বিমা পক্ষ পালন করা হবে। এছাড়া, মুজিববর্ষকে বিমাবর্ষ হিসেবে ঘোষণা করা হবে।