ব্রাজিলে বেড়েছে চিনি উৎপাদন

ব্রাজিলে বেড়েছে চিনি উৎপাদন
চলতি মাসের প্রথমার্ধে ব্রাজিলে চিনি উৎপাদন ৮ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ লাখ ২০ হাজার টনে। দেশটির শিল্প গ্রুপ ইউনিকা সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৈরী আবহাওয়ার ধাক্কা কাটিয়ে লাতিন আমেরিকার দেশটিতে আখ উৎপাদন লক্ষণীয় মাত্রায় বাড়ছে, যা চিনি উৎপাদন বৃদ্ধিতে আশা জাগাচ্ছে। চলতি মাসের প্রথমার্ধে দেশটিতে ৪ কোটি ১৭ লাখ ৬০ হাজার টন আখ মাড়াই করা হয়, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৩৫ শতাংশ বেশি।

ব্রাজিলের খাদ্য সরবরাহ সংস্থা কোনাব চলতি বছর চিনি উৎপাদন বাড়ার পূর্বাভাস দিয়েছে। আখ উৎপাদনও লক্ষণীয় মাত্রায় বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। অনুকূল আবহাওয়া উৎপাদন বাড়ার পেছনে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, চলতি বছর দেশটিতে ৪ কোটি ৯ লাখ টন চিনি উৎপাদন হতে পারে। গত বছরের তুলনায় উৎপাদন ১১ দশমিক ১ শতাংশ বাড়তে পারে। আখভিত্তিক ইথানল উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে ২ কোটি ৭৭ লাখ ২০ হাজার লিটার, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেশি।

এদিকে ব্রাজিলে ২০২৩-২৪ মৌসুমে আখ উৎপাদন ৬ দশমিক ৯ শতাংশ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৬৫ কোটি ২৯ লাখ টনে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না