তিন অর্থনৈতিক অঞ্চলে ৭৫৯ কোটি টাকা বিনিয়োগ করবে ৬ প্রতিষ্ঠান

তিন অর্থনৈতিক অঞ্চলে ৭৫৯ কোটি টাকা বিনিয়োগ করবে ৬ প্রতিষ্ঠান
দেশের তিনটি অর্থনৈতিক অঞ্চলে ছয়টি শিল্পপ্রতিষ্ঠান ৬ কোটি ৯০ লাখ ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৫৯ কোটি টাকা। এসব প্রতিষ্ঠান অক্সিজেন উৎপাদন কেন্দ্র, আসবাব, রান্নার অ্যাপ্লায়েন্স বা উপকরণসামগ্রী তৈরির কারখানা ও হোটেল-রিসোর্ট নির্মাণ করবে। এতে সব মিলিয়ে আড়াই হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- লিনডে বাংলাদেশ লিমিটেড, মাস্টার র‌্যাকস ও ফার্নিচার, সানজানা ফেব্রিকস লিমিটেড, ওএমসি লিমিটেড, এসএফএল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ও কিনবো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে জমি বরাদ্দের চুক্তি করেছে প্রতিষ্ঠানগুলো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ও নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মজিবর রহমানসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বেজা জানিয়েছে, চুক্তি সই করা কোম্পানিগুলোর মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে দুটি, কক্সবাজারের সাবরাং ট্যুরিজম পার্কে তিনটি ও জামালপুর অর্থনৈতিক অঞ্চলে একটি প্রতিষ্ঠান বিনিয়োগ করবে। এ জন্য প্রতিষ্ঠানগুলোর কাছে প্রায় ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর