সংগঠনের অন্যান্য দাবি হলো ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল কো–অপারেটিভ মার্কেটিং ফেডারেশন (নাফেদ) ও ন্যাশনাল কো–অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন (এনসিএফএফ) যেন পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি করতে না পারে। খবর ইকোনমিক টাইমসের।
ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পিযুশ গয়ালের নেতৃত্বে দিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যবসায়ীদের উত্থাপিত দাবি আমলে নিতে ব্যর্থ হওয়ার পর পেঁয়াজ ব্যবসায়ী সমিতি পিম্পলগাঁওয়ে এক জরুরি বৈঠক করেন। সেখানেই তাঁরা পরবর্তী কৌশল নির্ধারণ করেন।
পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সভাপতি খান্দু দোরে বলেন, এ সমস্যার সমাধান সরকারের হাতে না থাকলে আমাদের কিছুই বলার নেই। বাজার থেকে আমরা মুনাফা না পেলে কৃষকদের মূল্য পরিশোধ করতে পারব না। সে কারণে আমরা ব্যবসা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি।
তাঁদের সমিতি ২০ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ ব্যবসা বয়কট করে আসছে।
তবে বয়কটের আহ্বান জানানোর আট দিন পর ভিঞ্চুরের কৃষিপণ্য ব্যবসায়ী সমিতি বৃহস্পতিবার পেঁয়াজের নিলামে অংশ নেয়। তবে জেলার অন্যান্য ১৪টি কমিটি এখনো নিলাম বয়কটের সিদ্ধান্তে অটল আছে।
গত আগস্ট মাসে ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর এই শুল্ক বহাল থাকবে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নাসিকের পেঁয়াজ ব্যবসায়ীরা শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন।
অর্থসংবাদ/এমআই
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                