গভীর সমুদ্রে দুর্ঘটনা কবলিত জাহাজ থেকে ১৪ নাবিক উদ্ধার

গভীর সমুদ্রে দুর্ঘটনা কবলিত জাহাজ থেকে ১৪ নাবিক উদ্ধার
জাতীয় জরুরি ৯৯৯-এ কলের সূত্র ধরে গভীর সমুদ্রে ডুবতে থাকা একটি লাইটার জাহাজের ১৩ ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (১ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য জানান।

তিনি বলেন, ‘এম ভি হুমাইরা’ নামক একটি লাইটার জাহাজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম থেকে ৭৫০ টন কয়লা বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। ৩নং স্থানীয় সতর্ক সংকেত থাকা সত্ত্বেও জাহাজটি সমুদ্রে যাত্রা করে। একপর্যায়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজটির হ্যাচ কভার ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে পানি ঢুকতে থাকে এবং ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তাল সমুদ্রে ভাসতে থাকে। পরে বিকল হয়ে যাওয়া জাহাজটি ভাসানচর লাইট হাউজ থেকে আনুমানিক ১০.৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে নোঙরে অবস্থান করে। সকাল সাড়ে ১০টায় সেখান থেকে লাইটারের ক্রুরা ৯৯৯-এ কল করে তাদের উদ্ধারে সহায়তা চান।

খবর পেয়ে কোস্টগার্ডের নিয়মিত টহল কাজে নিয়োজিত জাহাজ ‘বিসিজিএস সবুজ বাংলা’র অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উত্তাল সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। গভীর রাতে অর্ধডুবন্ত অবস্থায় লাইটার জাহাজের ১৩ জন ক্রুকে গভীর সমুদ্র থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।

তিনি আরও বলেন, ক্রুদের চট্টগ্রাম উপকূলে এনে জাহাজের মালিকপক্ষের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা