ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৫ একর জমি বরাদ্দ পেয়েছে লিন্ডে বিডি। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নতুন উৎপাদন সুবিধা বৃদ্ধিতে লিন্ডে বিডিকে আলোচ্য জমি বরাদ্দ দিয়েছে। এ বিষয়ে বেজা ও লিন্ডে বিডির চুক্তি স্বাক্ষরের কাজ চলমান রয়েছে।
জানা যায়, লিন্ডে বিডি চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অক্সিজেন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করবে। তাতে কোম্পানিটির ব্যয় হবে ১ কোটি ৭০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৭ কোটি ৮৩ লাখ টাকা।
অর্থসংবাদ/এমআই