ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সোমবার (২ অক্টোবর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪৭ পয়সা আয় হয়েছিল।
এছাড়া কোম্পানিটির প্রতি শেয়ারে সম্পদমূল্যের পরিমাণ বেড়ে ১৯ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।
আগামী ২৭ নভেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর।
অর্থসংবাদ/এমআই