ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে দেশবন্ধু পলিমার ইন্ডাষ্ট্রিজের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৩২ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। এসময় কোম্পানিটির লেনদেন হয়েছে ৫৭ কোটি ৪১ লাখ টাকা।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিবরা ইনফিউশন। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৭ লাখ টাকা। যাতে কোম্পানিটির শেয়ারদর ২৪ দশমিক ২৪ শতাংশ বেড়েছে। এছাড়া শেয়ারদর ১৫ দশমিক ১৯ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এমবি ফার্মা।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রেনউইক যজ্ঞেশ্বরের ১৪ দশমিক ৩০ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ৭ দশমিক ৯৬ শতাংশ, বিচ হ্যাচারির ৭ দশমিক ২৬ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৬ দশমিক ২৫ শতাংশ, বেঙ্গল ইউন্ডসোরের ৫ দশমিক ১৩ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসির ৫ দশমিক ০৩ শতাংশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫ দশমিক ০১ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অর্থসংবাদ/এমআই