ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৮ দশমিক ৭৯ শতাংশ। একই সময় প্রতিষ্ঠানটি ৩৯ কোটি ১৫ লাখ টাকার লেনদেন করেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ছিলো অ্যাপেক্স ফুড। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ১৪ দশমিক ০৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ১১ দশমিক ৫৩ শতাংশ কমায় দর হারানোর তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইমাম বাটনের ১০ দশমিক ৬৮ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১০ দশমিক ১৭ শতাংশ, আলিফ ইন্ডাষ্ট্রিজের ৯ দশমিক ৯১ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬২ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ১২ শতাংশ, রংপুর ডেইরির ৮ দশমিক ৮৯ শতাংশ এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭৮ শতাংশ শেয়ারদর কমেছে।
অর্থসংবাদ/এমআই