সিটি ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে পোলট্রি ও মাছের খাবার বিতরণ

সিটি ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে পোলট্রি ও মাছের খাবার বিতরণ

সিটি ব্যাংক সম্প্রতি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রাজশাহীতে প্রান্তিক কৃষকদের মাঝে পোলট্রি এবং মাছের খাবার বিতরণ করেছে।


রাজশাহীর পবা উপজেলায় ১ হাজার ৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে চার ধরনের ৬০০ টন পোলট্রি এবং মাছের খাবার বিতরণ করেছে ব্যাংকটি। ব্যাংকটির নিজস্ব উদ্যোগে আঞ্চলিক এনজিও হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ খাবার বিতরণ করা হয়।


হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের আঞ্চলিক পরিচালক নুরুন নাহার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এসময় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথি সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় শেখ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান।


এসময় সিটি ব্যাংকের হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মোহাম্মদ মাহমুদ গনী, কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন শাহরিয়ার জামিল খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, কৃষির উন্নয়নে গবেষণার জন্য সিটি ব্যাংক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুদান দিয়েছে। এখন পোলট্রি এবং মাছের খাবার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও আমাদের ব্যাংক কৃষকদের সার্বিক উন্নয়নের জন্যে সহায়তার হাত উল্লেখযোগ্যভাবে প্রসারিত করবে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি