জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৩-২৪ (ছাত্র-ছাত্রী) উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ অক্টোবর) কলা ভবন সংলগ্ন মাঠে এটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য (রুটিন দায়িত্ব) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
এসময় ভারপ্রাপ্ত উপাচার্য বলেন বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একাডেমিক কারিকুলামের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে আমাদের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপ-কমিটির আহবায়ক (ভলিবল, বাস্কেটবল ও হ্যান্ডবল) অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমানসহ প্রতিযোগিতার উপ-কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিযোগিতাটি আগামী ১৯ অক্টোবর পর্যন্ত চলবে।
অর্থসংবাদ/এসএম