জবিতে পঞ্চম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

জবিতে পঞ্চম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৩-২৪ (ছাত্র-ছাত্রী) উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ অক্টোবর) কলা ভবন সংলগ্ন মাঠে এটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য (রুটিন দায়িত্ব) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।


এসময় ভারপ্রাপ্ত উপাচার্য বলেন বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একাডেমিক কারিকুলামের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে আমাদের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপ-কমিটির আহবায়ক (ভলিবল, বাস্কেটবল ও হ্যান্ডবল) অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।


এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমানসহ প্রতিযোগিতার উপ-কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, প্রতিযোগিতাটি আগামী ১৯ অক্টোবর পর্যন্ত চলবে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি