বাংলাদেশ ব্যাংকের এডি পদে পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের এডি পদে পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (এডি) পদের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষা আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে।

আগের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে প্রিলিমিনারি পরীক্ষা ২০ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা নেওয়ার কথা ছিল।

আরও পড়ুন: পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরির সুযোগ

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। প্রিলিমিনারিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর ও ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যায়।

সাধারণত বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, ইংরেজি ব্যাকরণ, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার, বিজ্ঞান ও সমসাময়িক বিষয় থেকে প্রশ্ন করা হয়। গণিত থেকে ২০টি, বাংলা ও ইংরেজি থেকে ২৫টি করে, সাধারণ জ্ঞান থেকে ২০টি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) থেকে ১০টি করে প্রশ্ন আসে। এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম নেই।

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে নিয়োগের জন্য গত ৩০ মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে, এবার ১০০ জন সহকারী পরিচালক নেওয়া হবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি