ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে লিবরা ইনফিউশনের ২০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৭ দশমিক ৫৩ শতাংশ।
আরও পড়ুন: সি পার্লের ১২০ কোটি টাকার শেয়ার লেনদেন
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খান ব্রাদার্সের শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ৫১ শতাংশ। এছাড়া ১৭ দশমিক ৬৬ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড।
আরও পড়ুন: লিগ্যাসি ফুটওয়্যারের সর্বোচ্চ দরপতন
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজের ১৬ দশমিক ০২ শতাংশ, কে এন্ড কিউ লিমিটেডের ১৫ দশমিক ৭৩ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৫ দশমিক ৩৮ শতাংশ, সোনালী আঁশের ১৪ দশমিক ৬৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ১৪ দশমিক ১৪ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ১২ দশমিক ৮৯ শতাংশ এবং মনোস্পুল পেপারের ১০ দশমিক ১২ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অর্থসংবাদ/এমআই