ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে লিগ্যাসি ফুটওয়্যারের ১০ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৬ দশমিক ৭৯ শতাংশ। ফলে দর হারানোর তালিকায় শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
আরও পড়ুন: সি পার্লের ১২০ কোটি টাকার শেয়ার লেনদেন
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইনটেক অনলাইনের শেয়ারদর কমেচে ৬ দশমিক ১৮ শতাংশ। এছাড়া ৬ দশমিক ১২ শতাংশ শেয়ারদর হ্রাস পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।
আরও পড়ুন: সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে লিবরা ইনফিউশন
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের ৫ দশমিক ৮১ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৫ দশমিক ৭২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪ দশমিক ৯২ শতাংশ, অ্যাপেক্স ফুটওয়্যারের ৪ দশমিক ৯০ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ৪ দশমিক ৭৬ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৪ দশমিক ০৭ শতাংশ এবং বসুন্ধরা পেপারের ৪ দশমিক ০৪ শতাংশ শেয়ারদর কমেছে।
অর্থসংবাদ/এমআই