পাঁচ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস আসছে আজ

পাঁচ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস আসছে আজ
দেশের প্রধান পুঁজিবাজার তালিকাভুক্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো- প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড (টিবিএল), ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রেনাটা লিমিটেড ও নিয়ালকো অ্যালয়েজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রভাতী ইন্স্যুরেন্স
প্রভাতী ইন্স্যুরেন্সের পর্ষদ সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪ পয়সা।

ট্রাস্ট ব্যাংক
ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভা আজ সকাল ১০টায় শুরু হয়েছে। সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং অনুমোদন করা হবে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা।

ইমাম বাটন
ইমাম বাটনের পর্ষদ সভা আজ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং পরিচালকদের অনুমতিসাপেক্ষে তা প্রকাশ করা হবে। লোকসানি এই কোম্পানিটি ২০১০ সালের পর বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেয়নি।

রেনেটা লিমিটেড
রেনাটা লিমিটেডের পর্ষদ সভা দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সভায় গত ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

সমাপ্ত ২০২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২৩ টাকা ৩৪ পয়সা। এছাড়া গত বছর ২০২২ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৪০ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

নিয়ালকো অ্যালয়েজ
নিয়ালকো অ্যালয়েজ লিমিটেডের পর্ষদ সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা শেষে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত