সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিটির ১১ লাখ ৮৫ হাজার ৫৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১৫ কোটি ৯৩ লাখ টাকার বেশি।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের ১২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড লিমিটেড।
আজ ডিএসইতে শীর্ষ লেনদেনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মনোস্পুল পেপার, ফু ওয়াং ফুড, সি পার্ল বিচ, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মুন্নু এগ্রো, বিচ হ্যাচারি এবং প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ২৯৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৪৪ কোম্পানির। বাকি ১০৪ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।
অর্থসংবাদ/এসএম