সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ডিএসইতে সবচেয়ে বেশি ইউনিটদর বেড়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের। একদিনে ফান্ডটির ইউনিটদর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৬৫ শতাংশ। ফান্ডটির প্রতিটি ইউনিট সর্বশেষ ১৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে।
দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিটদর আজ ৯০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ারদর বেড়েছে ৬৭ টাকা ৮০ পয়সা বা ৬ দশমিক ২৪ শতাংশ।
বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর প্রতিষ্ঠানগুলো হচ্ছে- লিবরা ইনফিউশন, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স, আইটি কনসালটেন্ট ও এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান।