দেশের উদীয়মান প্রফেশনাল ট্রেনিং প্রতিষ্ঠান কর্পোরেট অ্যাকাডেমির উদ্যোগে একটি দিনব্যাপী ট্যাক্স সেমিনার ও প্রফেশনাল মিট-আপ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে প্রায় ৬০০ জনের বেশি প্রফেসনালের উপস্থিতিতে অ্যানালাইসিস অব ইনকাম ট্যাক্স ল-২০২৩ শিরোনামে এ সেমিনার ও প্রফেশনাল মিট-আপের আয়োজন করা হয়।
কর্পোরেট অ্যাকাডেমির ডিরেক্টর ও চিফ মুভমেন্ট মেকার ফরহাদ খানের উপস্থাপনায় এই ইভেন্টে নতুন আয়কর আইনের ওপর তিনটি কি-নোট উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব-ট্যাক্স পলিসি এইচ এম শাহরিয়ার হাসান, ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস ওমর ফারুক খান ও বিশিষ্ট ভ্যাট ও ট্যাক্স বিশেষজ্ঞ স্নেহাশিস বড়ুয়া।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নতুন আয়কর আইনের ওপর বিশ্লেষণধর্মী প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। যেখানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব জনাব মহিদুল ইসলাম চৌধুরী ও বাপন চন্দ্র দাস, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এম মাসরুর রিয়াজ ও স্নেহাশিস বড়ুয়া। প্যানেল আলোচনাটিতে মডারেটরের দায়িত্বে ছিলেন কর্পোরেট অ্যাকাডেমির চেয়ারম্যান আরিফু্র রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমএসএফের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক মেম্বার ড. সৈয়দ মো. আমিনুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি জাতীয় উন্নতিতে জাতীয় রাজস্ব বোর্ডের ধারাবাহিক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের স্বচ্ছ ও সঠিকভাবে কর প্রদানের জন্য আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান সব প্রতিষ্ঠানে দক্ষ রাজস্বের কর্মী তৈরিতে কর্পোরেট অ্যাকাডেমির ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি পেশাদারদের দক্ষতা উন্নয়নে ব্যবসায়িক জ্ঞান ও ট্যাক্স ম্যানেজমেন্টের জ্ঞান বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নুরুল ইসলাম ভ্যাট ট্যাক্সের দক্ষতার পাশাপাশি সেলসম্যানশিপের ওপরও জোর দিতে বলেন।
আরেক আমন্ত্রিত অতিথি প্লুটাস কনসালটেন্সির সিইও এবং কো-ফাউন্ডার নাজমুল হায়দার দেশ-বিদেশে তার দীর্ঘ কর্ম অভিজ্ঞতার আলোকে কমিউনিকেশনের দক্ষতার অর্জনের জন্য উপস্থিত প্রফেশনালদের উদাত্ত আহ্বান জানান।
দিনব্যাপী অনুষ্ঠিত এই সেমিনারে প্রায় ২০টি প্রতিষ্ঠানের উপস্থিতিতে জমজমাট জব ফেয়ার ও ফ্রি সিভি চেকিংয়ের ব্যবস্থা ছিল।
অর্থসংবাদ/এসএম