যুক্তরাষ্ট্রের বাণিজ্য কর্মসূচি সুবিধা হারাচ্ছে ৪ দেশ

যুক্তরাষ্ট্রের বাণিজ্য কর্মসূচি সুবিধা হারাচ্ছে ৪ দেশ
যুক্তরাষ্ট্রের আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপর্চুনিটি অ্যাক্ট (এজিওএ) বাণিজ্য কর্মসূচির সুবিধা হারাতে যাচ্ছে আফ্রিকার চারটি দেশ। দেশগুলো হলো- গ্যাবন, নাইজার, উগান্ডা ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

সোমবার (৩০ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই কর্মসূচি থেকে এই চারটি দেশের অপসারণ চান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, উগান্ডা ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে। তাই তাদেরকে বাণিজ্য কর্মসূচি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এ দিকে নাইজার ও গ্যাবনের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, এই দেশ দুটিও বাণিজ্য কর্মসূচিতে থাকতে পারবে না।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের নিকট পাঠানো এক চিঠিতে বাইডেন বলেন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গ্যাবন, নাইজার, উগান্ডার সঙ্গে আমাদের বিবাদ থাকা সত্ত্বেও, এই দেশগুলো এজিওএ-এর সঙ্গে থাকার বিষয়টি সমাধান করতে ব্যর্থ হয়েছে।

বাইডেন বলেন, ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে বাণিজ্য কর্মসূচির সুবিধাভোগীর তালিকা থেকে এই দেশগুলোকে বাদ দিবো।

আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপর্চুনিটি অ্যাক্ট (এজিওএ) বাণিজ্য কর্মসূচি ২০০০ সালে চালু হয়েছিল। এর মাধ্যমে আফ্রিকান দেশগুলো মার্কিন বাজারে শুল্কমুক্ত বাণিজ্যের অনুমোদন পেয়েছিল।

২০২৫ সালের সেপ্টেম্বরে এই বাণিজ্য কর্মসূচির মেয়াদ শেষ হবে। তবে এর মেয়াদ বাড়ানো হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে।

আগে থেকেই উগান্ডা যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। দেশটির নির্বাচনকে ঘিরে কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না