সোমবার (৩০ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার দুটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম মাসুদ রানা পুরস্কারগুলো গ্রহণ করেন।
এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, আইসিএবি প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান এফসিএ, ব্র্যাক ব্যাংকের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ আব্দুল ওহাব মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
গ্রাহক, শেয়ারহোল্ডার ও স্টেকহোল্ডারদের জন্য অধিক সুবিধা সৃষ্টি এবং সমাজে ইতিবাচক প্রভাব ও টেকসই উদ্যোগসমূহে উল্লেখযোগ্য প্রভাব বিস্তারের স্বীকৃতিস্বরূপ ব্র্যাক ব্যাংককে ইন্টেগ্রেটেড রিপোর্টিংয়ে প্রথম পুরস্কার গোল্ড অ্যাওয়ার্ড বিজয়ী ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, আইসিএবি অ্যাওয়ার্ড বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের আর্থিক প্রতিবেদন ও ইন্টেগ্রেটেড রিপোর্টিংয়ের মান এবং কর্পোরেট গভর্নেন্সের জন্য প্রদান করা হয়, যা বিশ্বব্যাপী স্বীকৃত। বিজয়ী হিসেবে ব্র্যাক ব্যাংকের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস এর বেস্ট পাবলিশড অ্যানুয়াল রিপোর্টস (বিপিএ) পুরস্কারের জন্য মনোনীত হবে।
অর্থসংবাদ/এমআই