সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় কোম্পানির মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির সিইও ও এমডি আব্দুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য চুক্তি বিনিময় করেন।
আলোচ্য চুক্তির অধীনে, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মচারী এবং নির্বাহীরা সাউথইস্ট ব্যাংক লিমিটেড পে-রোল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তাদের বেতন এবং অন্যান্য সুবিধা পাবেন। পাশাপাশি কোম্পানির পলিসি হোল্ডাররা ব্যাংকের প্রশস্ত পরিসর ডেলিভারি চ্যানেলের মাধ্যমে তাদের প্রিমিয়াম জমা করতে পারবেন।
এছাড়া, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি কর্পোরেট পেমেন্ট মডিউল সিস্টেমের মাধ্যমে বিক্রেতাদের অর্থপ্রদান, দাবি নিষ্পত্তি এবং যেকোনো ধরনের তহবিল স্থানান্তর করতে পারবে।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাসুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/এমআই