লংকাবাংলা সিকিউরিটিজ ও সিআইইউ’র সমঝোতা

লংকাবাংলা সিকিউরিটিজ ও সিআইইউ’র সমঝোতা
ডিজিটাল ফিনান্সিয়াল ট্রেডিং ল্যাব প্রতিষ্ঠার লক্ষ্যে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড (এলবিএসএল) এবং চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এর মধ্যে এমওইউ (সমঝোতা স্মারক) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এই এমওইউ স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইইউ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ভাইস চ্যান্সেলর, সিআইইউ বিজনেস স্কুলের ডিন, লংকাবাংলা সিকিউরিটিজের চীফ এক্সিকিউটিভ অফিসার, চট্টগ্রাম রিজিওনের প্রধান এবং চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সকল শিক্ষক এবং শিক্ষার্থীগণ।

ক্যাপিটাল মার্কেটের শিক্ষা এবং নলেজ বেসড ইনভেস্টমেন্ট প্রচারের প্রচেষ্টার অংশ হিসেবে লঙ্কাবাংলা সিকিউরিটিজ একটি "ডিজিটাল ফিনান্সিয়াল ট্রেডিং ল্যাব" প্রদান করবে যার সাথে থাকবে আইব্রোকার, ট্রেডএক্সপ্রেস এবং ফিন্যান্সিয়াল পোর্টালের ডিজিটাল প্ল্যাটফর্ম।

লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল প্ল্যাটফর্মের অফলাইন এবং অনলাইন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা যে কোনও জায়গা থেকে এবং যে কোনও ডিভাইস থেকে তাদের নিজস্ব সময়ে এবং সুবিধামত এই সমস্ত ডিজিটাল সুবিধাগুলি ব্যবহার করতে সক্ষম হবে। যার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জগতে তাদের জ্ঞান প্রয়োগ করার একটি মূল্যবান সুযোগ লাভ করবে।

লংকাবাংলা সিকিউরিটিজের চীফ এক্সিকিউটিভ অফিসার খন্দকার সাফ্ফাত রেজা বলেন, লংকাবাংলা সিকিউরিটিজ দৃঢ়ভাবে বিশ্বাস করে বিনিয়োগের মাধ্যমে ব্যক্তিদের ক্ষমতায়ন, তাদের আর্থিক লক্ষ্য অর্জন সম্ভব। সিআইইউ’র সাথে এই অংশীদারিত্ব আমাদের নতুন প্রজন্মের নতুন প্রজন্মের নলেজ বেসড ইনভেস্টর গড়ে তোলার লক্ষ্যের গতিকে আরও ত্বরান্বিত করবে।

লংকাবাংলা সিকিউরিটিজের চট্টগ্রাম রিজিওনের প্রধান মোঃ আমির হোসেন বলেন,"ডিজিটাল ফিনান্সিয়াল ট্রেডিং ল্যাব"-এর যাত্রা সূচনার মাধ্যমে একটি ভবিষ্যত প্রজন্মের বিনিয়োগকারী এবং ক্যাপিটাল মার্কেট প্রফেশনাল তৈরি করার একটি পথ তৈরি করবে যারা এই ইন্ডাস্ট্রির দিগন্তকে বিস্তৃত করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

পরিশেষে, বিশ্ববিদ্যালয়ের তরুণ মনকে গাইড করার চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য এবং শিক্ষার্থীদের ও ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে পারস্পরিক সমৃদ্ধিমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড আবারও সিআইইউকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন