সোমবার (৬ নভেম্বর) বিআইবিএম’র মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যানকাজী ছাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএম’র সহযোগী অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন ও কনসালটেন্সী) ড. আশরাফ আল মামুন।
সেমিনারে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএম’র সহযোগী অধ্যাপক ড. মো. মহব্বত হোসেন। গবেষণা দলে অন্যান্যের মধ্যে রয়েছেন- বিআইবিএম’র সহযোগী অধ্যাপক ড. মো. মোশাররেফ হোসেন; সোনালী ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক সুভাশ চন্দ্র দাশ; বেসিক ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক সাইদুর রহমান।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিআইবিএম’র সুপারনিউমারারি প্রফেসর মো. আলী হোসেন প্রধানিয়া; বিআইবিএম’র সুপারনিউমারারি প্রফেসর মো. আব্দুস সালাম এইচএফএফ; সোনালী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম; প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান।
উক্ত অনলাইন সেমিনারে সিনিয়র ব্যাংকার, শিক্ষাবিদ, গবেষক, বিআইবিএম’র অনুষদসদস্যগণ অংশগ্রহণ করেন।
অর্থসংবাদ/এসএম