জেসিআই ঢাকা এন্টারপ্রেনিয়র্সের নতুন কমিটি ঘোষণা

জেসিআই ঢাকা এন্টারপ্রেনিয়র্সের নতুন কমিটি ঘোষণা

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা এন্টারপ্রেনিয়র্সের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।


বুধবার (৮ নভেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত জেসিআই ঢাকা এন্টারপ্রেনিয়র্সের বার্ষিক সাধারণ সভায় ২০২৪ সালের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এ সময় সংগঠনটির জাতীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নতুন বছরের জন্য লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন লিসানুল হক। কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন- আইপিএলপি মো. নাভিদ আরেফিন খান, ডেপুটি লোকাল প্রেসিডেন্ট অশি চৌধুরী, ইভিপি শরীফুল আলম সবুজ ও রেদওয়ান হোসাইন, ভিপি রাফসান মাহমুদ, সাদিয়া তাবাসসুম হক, ইয়াসমিন ফাতিহা আলম, রাফসান এহসান ও এসজি মেহরাজ আহমেদ উদয়।


কমিটিতে আরও রয়েছেন- জিএলসি ফারাজ আল কাশেম, ট্রেজারার হামিদা আক্তের ইকরা, ডিজিটাল কমিটি চেয়ারপার্সন মোনেম শাহরিয়ার, ডিরেক্টর সামস ইশরাক আবির, সাকিব জুবাইর নাইম, শাম্মা সালওয়া চৌধুরী, সাদাব এম ফাহিম, মুনতাসির আলম চৌধুরী, সাকিব তাজওয়ার, শ্রাবন্তী হাসান ও মন্ময় জাহান স্বর্না।


নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও ২০২১ সালের জেসিআই ঢাকা এন্টারপ্রেনিয়র্সের পিএলপি সিনেটর আরেফিন রাফি আহমেদ। জেসিআই ঢাকা এন্টারপ্রেনিয়র্সের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার আগে সংগঠনটির ২০২৩ সালের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


লিসানুল হক বলেন, জেসিআই ঢাকা এন্টারপ্রেনিয়র্সের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পেরে আমি সত্যিই গর্বিত। আমাদের কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলতে নিবেদিত এমন একটি সংস্থাকে নেতৃত্ব দেওয়ার এটি একটি অবিশ্বাস্য সুযোগ। তরুণ উদ্যোক্তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে, উদ্ভাবনকে উৎসাহিত করতে এবং তরুণদের ক্ষমতায়ন করতে আমি আমাদের সদস্য ও পার্টনারদের সাথে আন্তরিকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি সামনের যাত্রা সম্পর্কে উচ্ছ্বসিত এবং জেসিআই ঢাকা এন্টারপ্রেনিয়র্সের সাফল্যে অবদান রাখার জন্য উন্মুখ। আমার উপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ।


উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই এর প্রায় ৪০ টি লোকাল চ্যাপ্টার কাজ করছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন