8194460 ভোক্তাদের সংযত আচরণ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সহায়ক - OrthosSongbad Archive

ভোক্তাদের সংযত আচরণ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সহায়ক

ভোক্তাদের সংযত আচরণ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সহায়ক

ভোক্তাদের সংযত আচরণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে বলে মন্তব্য করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ সাদাত হোসেন সিদ্দিকী।


বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের অর্থনীতি বিভাগ কর্তক আয়োজিত ‘আন্ডারস্ট্যান্ডিং বাজেট অ্যান্ড ইটস ইমপ্লিকেশনস’ শীর্ষক বাজেট বিষয়ে সেমিনারে তিনি এ মন্তব্য করেন।


অধ্যাপক ড. মোহাম্মাদ সাদাত হোসেন সিদ্দিকী বলেন, এ ধরনের সেমিনার তরুণ ছাত্রছাত্রীদের আগামীর অর্থনীতিবিদ সৃষ্টিতে ভূমিকা রাখবে। এসময় তিনি চলতি বাজেটের নানাদিক তুলে ধরেন। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা উপহার দেন এই অর্থনীতিবিদ।


সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আসমা পারভীন।


সেমিনারে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আজিমা বেগমের সঞ্চালনায় শিক্ষক প্রতিনিধি, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ খালিদ মাহমুদ এবং রসায়ন বিভাগের সহোযোগী অধ্যাপক আবুল কায়েস মিঞাসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও এই সময় উপস্থিত ছিলেন।


অধ্যক্ষ প্রফেসর আবদুর রহমান বলেন, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের মান বাড়াতে বিশেষ ভূমিকা পালন করতে পারে। উপাধ্যক্ষ অধ্যাপক আসমা পারভীন এই সফল আয়োজনের জন্য সেমিনারের বক্তা, আলোচক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি